বিগত কয়েক বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লির কুচকাওয়াজে স্থান পায়নি বাংলার ট্যাবলো। যা নিয়ে জলঘোলাও কম হয়নি। তবে এবছর সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছেনা। সূত্রে খবর, দিল্লির কর্তব্যপথে এবার স্থান পেয়েছে বাংলার ট্যাবলো। ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রস্তুতির কাজ।
জানা যাচ্ছে, এবছর বাংলার ট্যাবলোর থিম হতে চলেছে, ‘দুর্গা ও নারী ক্ষমতায়ণ’। বাঙালির দুর্গাপুজো ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। আর সেই বিষয়টিকে মাথায় নিয়েই বিভিন্ন মডেল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ট্যাবলো। এরসঙ্গে সামঞ্জস্য রেখে নারী ক্ষমতায়ণকেও তুলে ধরা হচ্ছে। ট্যাবলোর সঙ্গেই থাকবেন মহিলা ঢাকিদের একটি দল। ঢাকের বোলের সঙ্গেই শোনা যাবে চণ্ডীপাঠও।