ফের দলবদল করতে চলেছেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়! সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ছবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে জোর জল্পনা। ছবিটিতে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া একটি ব্যাকড্রপের সামনে বসে রয়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক। আর তাঁর পাশেই বসে রয়েছেন তৃণমূল নেতা অজিত মাইতি।
তাহলে কী তৃণমূলেই ফিরতে চলেছেন হিরণ চট্টোপাধ্যায়! যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে মুখ খোলেনি কোনও পক্ষই। পাল্টা বিজেপি নেতা শমিক ভট্টাচার্য দাবি করেছেন, ছবিটি পুরনো। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে হিরণের সংঘাত সুবিদিত। ফলে আচমকা হিরণ তৃণমূলে যোগ দিলে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তাছাড়া, সম্প্রতি হিরন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যমাকস্ট্রিটের অফিসে দীর্ঘ বৈঠক করেছেন বলেও খবর। রাজনৈতিক মহলের ধারণা, সেইদিনের ছবিই এবার প্রকাশ্যে এল।