পুরুলিয়ার ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে এখনও অব্যাহত জটিলতা! শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজের সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত চেয়ারম্যানের পদ সামলাবেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুই।
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি হবে। আর ততদিন পর্যন্ত পূর্ণিমা কান্দুর নেতৃত্বেই পরিচালিত হবে ঝালদা পুরসভা।