পঞ্চায়েত নির্বাচনের আগেই ফের উত্তপ্ত ভাঙড়! শুক্রবার রাত থেকে তৈরি হওয়া উত্তেজক পরিস্থিতি শনিবার বোমাবাজিতে গড়ায়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ভাঙড়ের হাতিশালা এলাকায় রাস্তা অবরোধ করেন আইএসএফ সমর্থকরা। সেই অবরোধ হঠাতে গেলে কার্যত সংঘর্ষ বেঁধে যায় তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে।
আইএসএফ নেতা ও ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ তুলেছেন আইএসএফ সমর্থকরা। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে হামলা চালানো হয় তাদের দলীয় কার্যালয়ে। বিধায়কের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। গোটা এলাকায় এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।