নয়া দিল্লিতে তৈরি হয়ে গিয়েছে নতুন সংসদ ভবন! আর সেই নতুন ভবনেই বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ! বিজেপি নেত্রী সোনাল মান সিংয়ের একটি টুইট ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। ওই বিজেপি নেত্রীর দাবি, ১ ফেব্রুয়ারি নতুন সংসদ ভবনেই পেশ হতে চলেছে আগামী অর্থ বছরের বাজেট।
সংবাদ সংস্থা সূত্রে খবর, নতুন সংসদ ভবন তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। লোকসভার কক্ষ তৈরি করা হয়েছে জাতীয় পাখি ময়ূরের থিম নির্ভর করে। অন্যদিকে, রাজ্যসভা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিম নির্ভর করে। ইতিমধ্যেই নতুন ভবনে সাংসদদের প্রবেশের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বাজেট পেশ না হলেও বাজেট অধিবেশনের দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হতে পারে নতুন সংসদ ভবনে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য জানানো হয়নি এখনও।