প্যারোল ফের জেলের বাইরে আসতে চলেছেন স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম! জানা যাচ্ছে ডেরা সাচা সৌদা প্রধানের আরও ৪০ দিনের প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়েছে। ফলে দ্রুতই প্রকাশ্যে আসতে চলেছেন রাম রহিম। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর প্যারোলে জেলের বাইরে আসেন রাম রহিম। একমাসের বেশি বাইরে থাকার পরে ফের জেলে পাঠানো হয় তাঁকে।
উল্লেখ্য, ডেরা প্রধান স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের বিরুদ্ধে খুন ও আশ্রমের দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। দোষী প্রমাণিত হওয়ায় ২০ বছরের কারাবাস হয়েছে তার। কিন্তু তার মধ্যেই বারবার প্যারোলে বাইরে আসা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে।