রায়পুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে কিউয়িদের কার্যত দুরমুশ করল ভারতীয় বাহিনী। ভারতীয় বোলারদের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০৮ রানেই অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট নেন মহম্মদ শামি। অন্যদিকে, হার্দিক পাণ্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের হয়ে কোনও ব্যাটারই সেভাবে বড় রান করতে পারেননি।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের অবস্থান মজবুত করে দেন রোহিত শর্মা ও শুভমন গিল। ৪৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। ৫১ রানে তিনি আউট হয়ে গেলেও, ৪০ রানে অপরাজিত ছিলেন শুভমন। যদিও মাত্র ১১ রান করে ফেরেন বিরাট কোহলি। ৮ রানে অপরাজিত ছিলেন ঈশান কিষাণ। মাত্র ২০ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।