ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের উত্তেজনার আঁচ এসে লাগল এবার শহর কলকাতায়। এদিন বিকেলে বিধায়কের গাড়িতে আক্রমণের প্রতিবাদে ধর্মতলা চত্বরে প্রতিবাদে সামিল হন আইএসএফ কর্মীরা। আর সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি সামাল দিতে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আটক করেছে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙড়। আইএসএফের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা নওশাদ সিদ্দিকির গাড়ির ওপর আক্রমণ করে। এমনকী ইঁট ছুঁড়ে গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদেই কলকাতার ধর্মতলায় রাস্তায় নেমে আটক হলেন নওশাদ।