Sambad Samakal

Jammu Kashmir: ফের জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর!

Jan 21, 2023 @ 2:52 pm
Jammu Kashmir: ফের জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর!

 
শনিবার ফের জোড়া বোমা বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার বেলার দিকে নারওয়াল এলাকায় আধঘণ্টার ব্যবধানে জোড়া বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হয়েছেন সাতজন। সকলকেই ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

জম্মু-কাশ্মীর পুলিশের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, নারওয়াল এলাকায় সকাল ১১টা নাগাদ প্রথম বিস্ফোরণ হয়। এরপরে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে ফের বিস্ফোরণ হয়। এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠন যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles