ধর্মতলায় আইএসএফ কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধে আহত হয়ে হাসপাতালে ভর্তি কলকাতা পুলিশের ১৯ জন কর্মী। শনিবার বিকেলের ঘটনায় কয়েকজন পুলিশকর্মীর আঘাত গুরুতর বলেও জানা যাচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। দুই মেডিক্যাল কলেজেই আহতদের দেখতে যান কলকাতা পুলিশের কমিশনার।
জানা যাচ্ছে, কয়েক জন আহত পুলিশকর্মীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। এদিনের ঘটনায় এখনও পর্যন্ত শতাধিক আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে লেদার কমপ্লেক্স থানাতেই রয়েছেন প্রায় ১০০ জন। ধর্মতলায় কলকাতা পুলিশের কন্ট্রোলরুমেও ব্যাপক ভাঙচুর হয়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে আক্রমণকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন লালবাজারের কর্তারা।