শনিবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এদিন এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে শীতের আমেজ। তবে আগামী কয়েক দিনে ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হতে পারে বাংলাজুড়ে। উধাও হতে পারে ঠান্ডার আমেজ।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।