গাড়িতে বসলেই পরতে হবে সিটবেল্ট। সমস্ত নাগরিকদের জন্য এমনই নিয়ম রয়েছে দেশে। এবার সেই নিয়ম ভেঙে শাস্তির মুখে পরতে হল খোদ প্রধানমন্ত্রীকেই! জানা যাচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ১০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ব্রিটেন থেকে গাড়ি চড়ে ল্যাঙ্কশায়ারে যাচ্ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একটি ছোট ভিডিওয় দেখা যায় গাড়িতে সিটবেল্ট না পরেই বসে রয়েছেন তিনি। আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। ল্যাঙ্কশায়ার পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন না মানার জন্য মোটা অঙ্কের জরিমানা করা হয়।