রাতভর জেরার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইডি। তাই নিজেদের কুন্তলকে হেফাজতে নিয়ে জেরা করে আরও তথ্য সংগ্রহ করতে চান তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন বেআইনি ভাবে নিয়োগ পাইয়ে দেওয়ার জন্য কোটি কোটি টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ। তারপরেই সিবিআইয়ের পক্ষ থেকে ডেকে পাঠানো হয় তাকে। বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তদন্তে নামে ইডিও।