গতকালের পরে আজ রবিবারও উত্তপ্ত ভাঙড়! এদিন সকালে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ি কাছে একটি খোলা মাঠে উদ্ধার হল বেশ কিছু তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, স্থানীয়রাই মাঠের মধ্যে ব্যাগে ও বস্তায় তাজা বোমাগুলি দেখতে পান।
ঘটনার খবর পেয়েই ছুটে আসে কাশীপুর থানার বিশাল পুলিশবাহিনী। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বোমা মজুতের ঘটনায় জড়ির সন্দেহে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। তৃণমূল নেতা আরাবুল ইসলামের দাবি, এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করার জন্য আইএসএফের পক্ষ থেকেই ওই তাজা বোমাগুলি জড়ো করে রাখা হয়েছিল।