রবিবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড! ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকাল ৮টা ৫৮ মিনিটে কম্পন অনুভূত হয় উত্তরাখণ্ডের পিত্রোগড় এলাকার ২৩ কিলোমিটার দূরের উত্তর ও উত্তর-পূর্ব অংশে।
রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৩.৮। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। যদিও এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।