ভারতীয় ক্রিকেট শিবিরে খুশির খবর! চোট সারিয়ে দীর্ঘদিন পরে ক্রিকেটে ফিরতে চলেছেন রবীন্দ্র জাদেজা। জানা যাচ্ছে, সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি খেলবেন তিনি। রবিবারই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তাঁর।
গত বছরের অগাস্ট মাসে এশিয়া কাপে খেলার সময়ে চোট পান জাদেজা। তারপর থেকেই মাঠের বাইরে ছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। লাগাতার ফিটনেস ট্রেনিংয়ের পরে বর্তমানে ম্যাচ ফিট হয়েছেন জাদেজা। সবকিছু ঠিক থাকলে রঞ্জির পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে দেশের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, রবীন্দ্র জাদেজার ফিরে আসা বাড়তি অক্সিজেন জোগাবে ভারতীয় দলের ড্রেসিংরুমকেও।