কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছে ভারত জোড়ো যাত্রা। আর তারমধ্যেই লাগাতার বিস্ফোরণে কেঁপে উঠছে জম্মু-কাশ্মীর। শনিবার সকালের পরে রাতেও জম্মুর সিদরার বাজলতা এলাকায় একটি ট্রাকের ইউরিয়া ট্যাঙ্কে বিস্ফোরণ হয়। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক পুলিশকর্মী। যদিও জম্মু-কাশ্মীর পুলিশের দাবি, এটি কোনও সাধারণ বিস্ফোরণ নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে।
অন্যদিকে, শনিবার বিশ্রামে থাকার পরে রবিবার সকালে কটুয়া জেলার হীরানগর থেকে ফের শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। লাগাতার একের পর বিস্ফোরণের ঘটনার জেরে ভারত জোড়ো যাত্রায় নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে গোটা রুট স্যানিটাইজ করা হচ্ছে। রাহুল গান্ধীর ব্যক্তিগত নিরাপত্তার বাড়ানো হয়েছে।