বিপুল অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তকারীদের হাতে। ইডি সূত্রে খবর, জেরায় কুন্তল জানিয়েছেন চাকরিপ্রার্থীদের থেকে পাওয়া টাকার মধ্যে তিনি মাত্র ১০ শতাংশ কমিশন নিয়েছেন।
বাকি সমস্ত টাকা তৃতীয় কোনও ব্যক্তির হাতে তুলে দিয়েছেন তিনি, এমনটাই ইডির তদন্তকারীদের সামনে দাবি করেছেন ধৃত কুন্তল ঘোষ। ওই তৃতীয় ব্যক্তি কে, ইতিমধ্যেই খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য প্রায় ১০ কোটি টাকা এসেছিল কুন্তলোর হাতে। আপার প্রাইমারির জন্য এসেছিল প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এই বিপুল পরিমাণ বেআইনি অর্থ কোথায় গেল, সেটাই এখন খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা।