Sambad Samakal

Antibiotics: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট! বাংলার হাসপাতালে সমীক্ষায় ভয়াবহ তথ্য

Jan 27, 2023 @ 11:36 am
Antibiotics: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট! বাংলার হাসপাতালে সমীক্ষায় ভয়াবহ তথ্য

সামান্য জ্বর-সর্দি-কাশি হলেই মুঠোমুঠো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলা এখন অনেকেরই অভ্যেসে পরিণত হয়েছে। বিশেষ করে কোনও চিকিৎসকের পরামর্শ ছাড়াই কড়া কড়া অ্যান্টিবায়োটিকের ডোজ খেয়ে ফেলায় প্রয়োজনের সময়ে শরীরে আর কোনও কাজ করছেনা ওষুধ! সম্প্রতি বাংলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চালানো সমীক্ষায় উঠে এসেছে ভয়াবহ তথ্য।

জানা যাচ্ছে, অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন কাজ করছেনা ৯২ শতাংশ রোগীর ক্ষেত্রে। ৭০ শতাংশ রোগীর কাজ করছেনা সেফিক্সিম। ৫০ শতাংশ রোগীর শরীরে কাজ করছেনা অ্যামক্সিসিলিন। ওফ্লক্সাসিনের মতো অ্যান্টিবায়োটিকও কাজ করছেনা অনেকের শরীরে। গত অক্টোবর মাস থেকে রাজ্যের ২৩টি সরকারি হাসপাতালের মোট ৬ হাজার ৫৩৬ জন রোগীর নমুনা পরীক্ষা করে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র।

Related Articles