Sambad Samakal

GTA: জিটিএ চুক্তি থেকে নাম প্রত্যাহার! কী যুক্তি গোর্খা জনমুক্তি মোর্চার?

Jan 27, 2023 @ 5:54 pm
GTA: জিটিএ চুক্তি থেকে নাম প্রত্যাহার! কী যুক্তি গোর্খা জনমুক্তি মোর্চার?

২০১১ সালের ১৮ জুলাই জিটিএ’র ত্রিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়েছিল। দীর্ঘ ১২ বছর পরে সেই চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল গোর্খা জনমুক্তি মোর্চা। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্র সরকারকে চিঠি পাঠিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।

সেই চিঠিতে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ের মানুষের উন্নয়নের জন্যই জিটিএ চুক্তি সাক্ষরিত হয়েছিল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও পাহাড়ের মানুষের দাবি পূরণ হয়নি। তাই জিটিএ চুক্তির অঙ্গ হয়ে থাকার কোনও প্রয়োজনীয়তা নেই। এই যুক্তি দিয়েই কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি লিখেছে গোর্খা জনমুক্তি মোর্চা। ওয়াকিবহাল মহলের মতে, মোর্চার এই নয়া অবস্থান পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আরও জটিল করে তুলবে।

Related Articles