Sambad Samakal

Kolkata HC: কুন্তলের বাড়িতে কাদের ওএমআর শিট? তদন্তের জন্য কত দিন সময় সিবিআইকে?

Jan 30, 2023 @ 5:59 pm
Kolkata HC: কুন্তলের বাড়িতে কাদের ওএমআর শিট? তদন্তের জন্য কত দিন সময় সিবিআইকে?

নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষকে গ্রেফতার করার সময়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মোট ১৮৯টি ওএমআর শিট পেয়েছিল। তদন্তকারীদের দাবি, ওই ওএমআর শিটের কপিগুলি গত ডিসেম্বর মাসের টেট পরীক্ষার। এই কথা শোনার পরেই সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় পৃথকভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন।

তাঁর স্পষ্ট নির্দেশ, কুন্তলকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে। ওই ওএমআর শিটগুলি কাদের? কীভাবেইবা সেগুলি কুন্তলের কাছে পৌঁছল? সমস্ত দিক খতিয়ে দেখে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। প্রয়োজনে যাঁদের ওএমআর শিট মিলেছে তাঁদেরও হেফাজতে নিতে পারবে সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনানি চলাকালীন মন্তব্য করেন, যে ১৮৯ জনের ওএমআর শিট পাওয়া গিয়েছে, তাদের কালাপানিতে পাঠানো হবে। এই মামলার শুনানিতে সমস্ত তথ্য শুনে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও কার্যত বিস্ময় প্রকাশ করেন।

Related Articles