Sambad Samakal

Pathan: এবার ওটিটিতে পাঠান! কোথায় দেখা যাবে?

Feb 2, 2023 @ 9:54 am
Pathan: এবার ওটিটিতে পাঠান! কোথায় দেখা যাবে?

গোটা দেশের বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। সাত দিন পরেও একাধিক সিনেমাহলে হাউসফুল শো হচ্ছে। মাত্র ৭ দিনের মধ্যেই ৬৫৪ কোটি টাকার ব্যবসা নিজেদের ঝুলিতে পুড়েছে পাঠান। এবার কি ওটিটি প্ল্যাটফর্মেও আসতে চলেছে এই সিনেমা!

জানা যাচ্ছে, ইতিমধ্যেই পাঠানের সত্ত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’। কানাঘুষো শোনা যাচ্ছে, ১০০ কোটি টাকারও বেশি অঙ্কে ওটিটিতে বিক্রি হয়েছে পাঠান। ফলে খুব দ্রুতই হয়তো ওটিটি প্ল্যাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’এ দেখা যাবে বলিউড বাদশার কামব্যাক ফিল্ম পাঠান।

Related Articles