Sambad Samakal

Supreem Court: বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা কেন? মোদি সরকারকে জবাব তলব সুপ্রিম কোর্টের

Feb 3, 2023 @ 9:26 pm
Supreem Court: বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা কেন? মোদি সরকারকে জবাব তলব সুপ্রিম কোর্টের

বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’-এর ওপর কেন নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রের মোদি সরকার, জানতে চেয়ে এবার হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। এই তথ্যচিত্রের লিঙ্ক দেওয়া টুইটগুলি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের মূল খসড়াও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে বিবিসির তৈরি তথ্যচিত্র নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সাংবাদিক এন রাম, সমাজকর্মী প্রশান্ত ভূষণ এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁরা আবেদন করেছেন, এই ডকুমেন্টারিটি নিষিদ্ধ করা থেকে সরকারকে আটকাক আদালত। সোশ্যাল মিডিয়া থেকে ডকুমেন্টারিটির লিঙ্ক সরিয়ে দেওয়া এবং ডকুমেন্টারিটির প্রদর্শন বন্ধ করতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়াকে চ্যালেঞ্জ করেছেন আবেদনকারীরা। শুক্রবার এই মামলার বিষয়ে কেন্দ্রকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে কেন্দ্রের জবাব চেয়েছে আদালত। পাবলিক ডোমেন থেকে ডকুমেন্টারি সিরিজটি সরিয়ে দেওয়ার বিষয়ে কেন্দ্রের নির্দেশের মূল নথিটিও দেখতে চেয়েছে আদালত। এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দরেশের একটি বেঞ্চ এই মামলাটি শোনে। বেঞ্চ বলেছে, “আমরা নোটিশ জারি করছি। তিন সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করতে হবে। তার দুই সপ্তাহের মধ্যে রিজয়েন্ডার দিতে হবে।” আগামী এপ্রিলে এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related Articles