Sambad Samakal

USA China: মিসাইল ছুঁড়ে চিনা বেলুন ফাটাল আমেরিকা! কড়া হুঁশিয়ারি বেজিংয়ের

Feb 5, 2023 @ 11:00 am
USA China: মিসাইল ছুঁড়ে চিনা বেলুন ফাটাল আমেরিকা! কড়া হুঁশিয়ারি বেজিংয়ের

কয়েক দিন ধরেই মার্কিন আকাশসীমায় চিনা বেলুন ওড়ানো নিয়ে সংঘাত চলছিল। অবশেষে এফ২২ বিমান থেকে মিসাইল ছুঁড়ে ওই চিনা বেলুন ধ্বংস করল আমেরিকা। তাদের দাবি, মার্কিন সামরিক ঘাঁটিগুলির ওপরে নজরদারি চালানোর জন্যই ওই বেলুন ওড়াচ্ছিল চিন। তাই দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও মার্কিন এই পদক্ষেপের পরে এদিন সকালে কড়া বিবৃতি জারি করেছে বেজিং। তাদের দাবি, আন্তর্জাতিক নিয়ম-নীতি লঙ্ঘন করে এই কাজ করেছে আমেরিকা। ওই বেলুনটি আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য ওড়ানো হয়েছিল। হাওয়ার সঙ্গেই গতি পরবর্তন করে সেটি মার্কিন আকাশসীমায় পৌঁছে যায়। যার জন্য ক্ষমাও চেয়ে নেওয়া হয়। কিন্তু, কোনও অসামরিক বস্তুকে মিসাইল ছুঁড়ে ধ্বংস করা আন্তর্জাতিক নিয়মবিরুদ্ধ। ফলে সবমিলিয়ে বেলুন নিয়ে চিন-আমেরিকা সংঘাত নতুন মোড় নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Related Articles