Sambad Samakal

Govornor on Mamata: যোগ্য নেতা! মমতাকে কুর্নিশ জানিয়ে কী বললেন রাজ্যপাল?

Feb 6, 2023 @ 6:00 pm
Govornor on Mamata: যোগ্য নেতা! মমতাকে কুর্নিশ জানিয়ে কী বললেন রাজ্যপাল?

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি’‌লিট দিল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই ডিলিট সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেই মঞ্চেই বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল। সম্বোধন করলেন “যোগ্য নেতা” বলে। একইসঙ্গে সর্বপল্লী রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালাম, অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকী, উইনস্টন চার্চিল, মিল্টনের সঙ্গে এক আসনে বাংলার মুখ্যমন্ত্রীকে বসালেন রাজ্যপাল। স্বাভাবিক ভাবেই বঙ্গ রাজনীতিতে বিরল এই ঘটনা ঘিরে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর কৃতিত্বের জন্য কুর্নিশ জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, “যেসব রাজনীতিবিদ সাহিত্যেও অনন্য নজির রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম।” মনুস্মৃতির শ্লোক উদ্বৃত করে বলেন, “যত্র নারীয়াস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবত। একজন নারী যখন সম্মানিত হন দেবতাও আনন্দিত হন। মুখ্যমন্ত্রী রাজনীতির জন্য এই সম্মান পাচ্ছেন না। তিনি পাচ্ছেন তাঁর সাহিত্য, কবিতা, ছবির জন্য। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যোগ্য নেতা পেয়েছে।”

Related Articles