Sambad Samakal

High Court: নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই

Feb 6, 2023 @ 1:04 pm
High Court: নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে ভর্ৎসনার মুখে সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় ফের কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। মামলা শেষ করতে এত দেরি কেন হচ্ছে, এই প্রশ্নে এর আগে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েছিল কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। সোমবার ক্ষোভ উগরে দিলেন আরেক বিচারপতি বিশ্বজিৎ বসু।

ভরা আদালতে সিবিআইকে ভর্ৎসনা করে বিচারপতি বসু বলেন, ‘‘যে ভাবে স্কুলের নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই, তা চলতে পারে না। … যা করার তাড়াতাড়ি করুন।’’

সোমবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি বসুর বেঞ্চে। সেখানেই সিবিআইয়ের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি জানতে চান, ‘‘নিয়োগ দুর্নীতিতে যুক্ত বাকিরা কেন ঘুরে বেড়াচ্ছেন? তাঁদের কেন ছেড়ে রাখা হয়েছে?’’ আবার যাঁদের বিরুদ্ধে টাকা দেওয়া-নেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের নিয়েও প্রশ্ন করে কোর্ট। বিচারপতি প্রশ্ন করেন, ‘‘যাঁরা টাকা দিয়েছেন এবং যাঁরা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তাঁদের হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এখনও সিবিআই উদাসীন কেন? এত দিনে তো অনেক টাকা পাচার হয়ে গিয়েছে!’’ এরপরেই বিচারপতি বসু বলেন, ‘‘আপনারা কী করবেন আদালত তা বার বার বলে দেবে এটা ভাল দেখায় না। নিজেদের কাজ নিজেরা করুন। কাকে জিজ্ঞাসাবাদ করবেন সেটাও বলে দিতে হচ্ছে। প্রতি দিন আসছেন আর কী করবেন সেটার উপদেশ শুনে চলে যাচ্ছেন। এটা চলতে পারে না। যা করার তাড়াতাড়ি করুন।’’

Related Articles