Sambad Samakal

Turkey Earthquake: লাগাতার কম্পনে ধ্বংসের মুখে সিরিয়া-তুরস্ক! সম্পূর্ণ বন্ধ বিমান চলাচল

Feb 7, 2023 @ 9:56 am
Turkey Earthquake: লাগাতার কম্পনে ধ্বংসের মুখে সিরিয়া-তুরস্ক! সম্পূর্ণ বন্ধ বিমান চলাচল

ভয়াবহ ভূমিকম্পের জেরে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে সিরিয়া ও তুরস্ক। গত ২৪ ঘণ্টা ধরে লাগাতার অনুভূত হচ্ছে কম্পন। প্রায় ৬ হাজারেরও বেশি বাড়ি-বহুতল ভেঙে পড়েছে দুটি দেশে। আরও ভয়ানক তুরস্কের হাতায়ে প্রদেশের বিমানবন্দরের ছবি। রানওয়ে ভেঙে কার্যত দু’টুকরো হয়ে যাওয়ায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। জখম হয়েছেন অন্তত ১৫ হাজারের বেশি মানুষ। তুরস্কে মৃত্যু হয়েছে প্রায় ২৯২১ জনের। অন্যদিকে সিরিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ১৪৫১ জনের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। লাগাতার ভূমিকম্পের আফটারশকের জেরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Related Articles