Sambad Samakal

Weather: উধাও ঠান্ডার আমেজ, অবশেষে বিদায় নিল শীত?

Feb 8, 2023 @ 9:30 am
Weather: উধাও ঠান্ডার আমেজ, অবশেষে বিদায় নিল শীত?

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ধীরে ধীরে উধাও হয়েছে ঠান্ডার আমেজ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার মোটের ওপর পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি বেশি থাকবে। বেলা বাড়লে রোদের তেজ বাড়বে। ফলে অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে। তবে রাতের দিকে শিরশিরানি ঠান্ডার আমেজ থাকবে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৬ শতাংশ।

Related Articles