Sambad Samakal

Sikkim: ‘সুপ্রিম’ মন্তব্যের বিরুদ্ধে ধর্মঘটের জেরে কার্যত অচল সিকিম

Feb 8, 2023 @ 12:26 pm
Sikkim: ‘সুপ্রিম’ মন্তব্যের বিরুদ্ধে ধর্মঘটের জেরে কার্যত অচল সিকিম

সিকিমে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের মানুষ প্রসঙ্গে সুপ্রিমকোর্টের ‘বিতর্কিত’ মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। বুধবার জয়েন্ট অ্যাকশান কমিটির পক্ষ থেকে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। যার জেরে কার্যত অচল হয়ে গিয়েছে গোটা সিকিম। সকাল থেকেই বন্ধ প্রায় সমস্ত দোকানপাট, বাজার, শপিং মল। সম্পূর্ণ বন্ধ রয়েছে গণ পরিবহন সহ গাড়ি-ঘোড়া চলাচল। ভরা মরসুমেও কার্যত জনশূন্য সিকিমের পাহাড়ি রাস্তা।

আর এই ধর্মঘটের জেরে প্রবল সমস্যায় পড়েছেন পর্যটকরা। সিকিমের বিভিন্ন এলাকায় থাকা পর্যটকদের সারাদিন কার্যত হোটেলেই বন্দি থাকতে হয়েছে। এছাড়াও এদিন যারা শিলিগুড়ি থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিলেন, তাঁরাও কোনও গাড়ি পাননি। ফলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদেরও। বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলেই মনে করছেন সকলে।

Related Articles