Sambad Samakal

Abhisek: তৃণমূলের আন্দোলনেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল! আর কী কী দাবি অভিষেকের?

Feb 10, 2023 @ 7:17 pm
Abhisek: তৃণমূলের আন্দোলনেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল! আর কী কী দাবি অভিষেকের?

তৃণমূলের আন্দোলনের জেরেই ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল হয়েছে। নির্বাচনী প্রচারে এমনটাই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ত্রিপুরায় সরকার বদলের ডাক দিলেন তিনি।

অভিষেকের দাবি, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি হেরেছে বলেই ভয় পেয়ে ত্রিপুরায় বিজেপি সরকার পেট্রোল ও ডিজেলের দাম কমাতে বাধ্য হয়েছে। তাই এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা প্রতিষ্ঠিত যে, বিজেপি হারলেই মূল্যবৃদ্ধি কমে। বিজেপি হারলে মূল্যবৃদ্ধি কমবে, আপনার নাগালে আসবে সবকিছু।” আমজনতাকে সতর্ক করে তিনি বলেন, বিজেপি ফের ত্রিপুরায় সরকারে এলে গ্যাসের দাম ১১০০ থেকে ২০০০ টাকা হবে, আরও মহার্ঘ্য হবে পেট্রোল-ডিজেল, দাম আরও বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের।

ত্রিপুরার সাধারণ মানুষকে অভিষেক মনে করিয়ে দেন, কোভিডের সময় কোনও বিজেপি নেতা পাশে ছিলেন না। তিনি বলেন, “এখানকার কোনও রাজনৈতিক দল যা করতে পারেনি তৃণমূল কংগ্রেস তা করে দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জেরেই ২০২২ এ মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে বিজেপি। আপনারা সংঘবদ্ধ আন্দলনে পাশে থাকলে ২০২৩ এ সরকার বদলাবে।

Related Articles