Sambad Samakal

NASA: পৃথিবীর কক্ষপথে ধেয়ে আসছে বিরাট গ্রহাণু! কী সতর্কবার্তা নাসার?

Feb 10, 2023 @ 5:26 pm
NASA: পৃথিবীর কক্ষপথে ধেয়ে আসছে বিরাট গ্রহাণু! কী সতর্কবার্তা নাসার?

পৃথিবীর কক্ষপথের দিকে বিরাট আকারের একটি গ্রহাণু ধেয়ে আসছে। সতর্কবার্তা দিয়ে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ধেয়ে আসছে মধ্যে এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথে আঘাত হানতে পারে।

নাসা জানিয়েছে, এই বিরাট আকারের গ্রহাণু দ্রুত বেগে এগিয়ে আসছে। বিরাট আকারের এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে, 199145 (2005 YY128)। এই গ্রহাণুটি ১৮৭০ থেকে ৪২৬৫ ফুট পর্যন্ত চওড়া বলা হচ্ছে।

নাসা জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারির মধ্যে, এই গ্রহাণুটি পৃথিবীর ৪.৫ মিলিয়ন কিলোমিটারের কাছাকাছি চলে আসবে। তবে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়লেও
গ্রহাণুটি পৃথিবীর খুব কাছ থেকে চলে যেতে পারে।

Related Articles