Sambad Samakal

Abhishek: পঞ্চায়েতে তৃণমূলের মুখ কারা? উত্তরবঙ্গে মানুষের সামনে ক্ষমা চেয়ে কী জানালেন অভিষেক?

Feb 11, 2023 @ 5:00 pm
Abhishek: পঞ্চায়েতে তৃণমূলের মুখ কারা? উত্তরবঙ্গে মানুষের সামনে ক্ষমা চেয়ে কী জানালেন অভিষেক?

বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে অপেক্ষাকৃত খারাপ ফলাফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের। আর তার জন্য দায়ী ছিলেন হাতে গোনা কয়েক জন নেতা! শনিবার কোচবিহারের জনসভা থেকে সেই প্রসঙ্গ উত্থাপন করে সরাসরি সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন জনসভায় অভিষেক বলেন, “বিগত লোকসভা আর বিধানসভা নির্বাচনে এখানকার মানুষ কয়েকটা লোকের কুকর্মের জন্য আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমি সেই জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দু-চারটে লোকের জন্য দল ক্ষতিগ্রস্ত হলে আমি ছেড়ে কথা বলবনা। আমি নিজে আজ থেকে কোচবিহার দেখছি। বারবার এখানে আমি আসব। ভরসা রাখুন, আপনারা নিরাশ হবেননা।”

এরপরেই অভিষেক বলেন, “কিছু ব্যক্তি আমার নাম ভাঙিয়ে ভুলভাল কাজ করেছে। আমরা জানতে পেরেই তাদের দল থেকে বহিষ্কার করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, গ্রামের মানুষ যাঁর ওপরে ভরসা রাখবেন, সেই পঞ্চায়েতে আগামী দিনে তৃণমূলের মুখ হবে। কোন নেতা-দাদার ব্যাগ বয়ে, কাছের লোক হয়ে দলের টিকিট পাওয়া যাবেনা।”

Related Articles