Sambad Samakal

DA: বকেয়া ডিএ না মিললে পঞ্চায়েত ভোট বয়কট! বাজেটের আগে চাপ বাড়িয়ে কী হুঁশিয়ারি সরকারি কর্মীদের?

Feb 15, 2023 @ 11:49 am
DA: বকেয়া ডিএ না মিললে পঞ্চায়েত ভোট বয়কট! বাজেটের আগে চাপ বাড়িয়ে কী হুঁশিয়ারি সরকারি কর্মীদের?

বুধবারের মধ্যেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত জানাতে হবে রাজ্য সরকারকে। অন্যথায় লাগাতার কর্মবিরতির পথে হাঁটবেন সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়ে এদিন সকালে এমনই হুমকি দিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এমনকী, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কাজও বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

পাশাপাশি, আগামী ১২ জুলাই কমিটির ডাকে শুক্রবার বিধানসভা অভিযানকে সমর্থন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবারই রাজ্য বাজেট। বিধানসভায় বাজেট পাঠ করার কথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে চলতি বছরের এই বাজেটে মমতা সরকার গ্রামোন্নয়ন ও গ্রামীণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে জোর দেবেন বলেই ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। অথচ ডিএ নিয়ে কথা উঠলেই রাজ্য সরকার বারবার কোষাগারে অর্থের টানের তত্ত্ব খাড়া করছে। এই পরিস্থিতিতে বাজেটের আগে রাজ্যকে চাপে রাখতেই আন্দোলনকারীদের এই হুঁশিয়ারি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সাধারণত, সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সিদ্ধান্ত বা ঘোষণা হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক থেকেই। কিন্তু এক্ষেত্রে চাপের মুখে চেনা সেই ছক ভেঙে বাজেটেই কি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে কোনও ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? নজর রয়েছে সকলের। কারণ, সরকারি কর্মচারীদের ছাড়া রাজ্যের বিপুল উন্নয়ন কর্মযোগ এগিয়ে নিয়ে যাওয়া এককথায় অসম্ভব। মুখ্যমন্ত্রীকে এদিন কার্যত সেই কথা মনে করিয়ে দেন সংগ্রামী যৌথ মঞ্চর আন্দোলনকারীরা। হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারকে দু’দিন আল্টিমেটাম দিয়েছি, যাতে আমাদের দাবি মিটিয়ে দেওয়া হয়। এখনও হুঁশ না ফিরলে আগামী দিনে লাগাতার পেনডাউন, অবরোধে যাব। দেখিয়ে দেব, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কী পারেন! কারণ এই কর্মীদের বলে বলীয়ান হয়ে আপনার ‘এগিয়ে বাংলা’। আগামী দিনে আমরা লাগাতার আন্দোলন করব। এই বাংলাকে অচল করে দেব। তার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। সাধারণ মানুষ যদি পরিষেবা থেকে বঞ্চিত হন, তার দায় রাজ্য সরকারের, কর্মচারীদের নয়।”

(ছবি: প্রতীকী)

Related Articles