Sambad Samakal

Weather Update: উত্তুরে হাওয়ায় বসন্তেও শীতের অনুভূতি

Feb 15, 2023 @ 9:53 am
Weather Update: উত্তুরে হাওয়ায় বসন্তেও শীতের অনুভূতি

উত্তরের শৈত্য প্রবাহ নানা ঝঞ্ঝা অতিক্রম করে হিমেল অনুভূতি পাঠাতে ফের সক্ষম হয়েছে এই মসানগরে। তাই ফাল্গুনের অফিসিয়াল বসন্ত আবাহনেও শীতের অনুভূতি দক্ষিণ বঙ্গ জুড়ে। তোরঙ্গে তোলা টুপি-মাফলার ফের বের করতে হচ্ছে। তবে বড় জোর আর দু’দিন থাকবে শীতের টেল-এন্ডার পারফরমেন্স।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ আকাশ মেঘমুক্ত থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্ব নীম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমান ৮৮ শতাংশ ও সব থেকে কম ২৭ শতাংশ থাকবে। তাই কড়াইশুটি আর নলেন গুড়ে শীতের শেষ কামড় মহানগর উপভোগ করবে মাত্র আর দু’ দিন।

Related Articles