গ্রুপ ডি নিয়োগ মামলায় ১৯১১ জনের বেতন ফেরতের যে নির্দেশে আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর বৃহস্পতিবার অন্তর্বর্তী এই স্থগিতাদেশ জারি করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চে চাকরিহারাদের আইনজীবীর যুক্তি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এই রায় দিয়েছে সিঙ্গল বেঞ্চ। এমনকী, যে ওএমআর শিটের ভিত্তিতে সব পদক্ষেপ, তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়। এরপরেই চাকরিহারাদের বেতন ফেরতের যে নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, তার ওপর স্থগিতাদেশ জারি করে ডিভিশন বেঞ্চ। তবে সিঙ্গেল বেঞ্চের বাকি নির্দেশ বহালই রয়েছে।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>