Sambad Samakal

Akshay Kumar: সিনেমার সেটে চিতাবাঘের হামলা! গুরুতর আহত অক্ষয় কুমারের মেকআপ আর্টিস্ট

Feb 18, 2023 @ 10:31 am
Akshay Kumar: সিনেমার সেটে চিতাবাঘের হামলা! গুরুতর আহত অক্ষয় কুমারের মেকআপ আর্টিস্ট

বলিউড তারকা অক্ষয় কুমার ও টাইগার স্রফ অভিনীত সিনেমা ‘বড়ে মিয়াঁ, ছোটে মিয়াঁ’ সিনেমার শুটিং চলছে এই মুহূর্তে। আর সেই শুটিংয়ের সেট থেকে ফেরার সময়েই চিতাবাঘের হামলার সম্মুখীন হলেন মেকআপ আর্টিস্ট শ্রাবণ বিশ্বকর্মা।

জানা যাচ্ছে, শুটিং শেষে নিজের এক বন্ধুকে হোটেলে পৌঁছে দিতে বাইকে করে যাচ্ছিলেন শ্রাবণ। সেই সময়েই তাঁর ওপরে ঝাপিয়ে পড়ে একটি চিতাবাঘ। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন শ্রাবণ। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে মেকআপ আর্টিস্ট শ্রাবণ বিশ্বকর্মার। এই ঘটনার পরেই শুটিংয়ের ফ্লোর চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related Articles