Sambad Samakal

Adenovirus: শিশুর ৫ দিন জ্বর হলেই ভর্তি হাসপাতালে! অ্যাডিনোভাইরাস সতর্কতায় কী নির্দেশ স্বাস্থ্য ভবনের?

Feb 19, 2023 @ 12:54 pm
Adenovirus: শিশুর ৫ দিন জ্বর হলেই ভর্তি হাসপাতালে! অ্যাডিনোভাইরাস সতর্কতায় কী নির্দেশ স্বাস্থ্য ভবনের?

কলকাতা সহ রাজ্য জুড়ে ক্রমশ বাড়ছে অ্যাডিনোভাইরাসের প্রকোপ। বিশেষত শিশুদের মধ্যে সংক্রমণের হার অত্যন্ত বেশি। জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্টের মত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকেই। ফলে নতুন করে তৈরি হয়েছে বেড সঙ্কট। এই পরিস্থিতি মেকাবিলায় নয়া অ্যাডভাইজারি জারি করল স্বাস্থ্য ভবন।

এক নির্দেশিকায় জানানো হয়েছে, ৩ দিন থেকে ৫ দিন পর্যন্ত শিশুর জ্বর থাকলে হাসপাতালে ভর্তি করার কথা ভাবতে হবে চিকিৎসককে। এছাড়াও শ্বাসকষ্টের সমস্যা হলে, অক্সিজেন স্যচুরেশন ৯২-এর কম থাকলেও হাসপাতালে ভর্তি করতে হতে পারে। অন্যদিকে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেন সরবরাহে যাতে কোনও ঘাটতি না হয়, সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে। কোন পরিস্থিতিতে, কোন ওষুধ প্রয়োগ করতে হবে সেই বিষয়েও বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে নির্দেশিকায়।

Related Articles