Sambad Samakal

Adenovirus: শহর জুড়ে অ্যাডিনোভাইরাসের থাবা! কীভাবে প্রতিরোধ করবেন?

Feb 19, 2023 @ 11:12 am
Adenovirus: শহর জুড়ে অ্যাডিনোভাইরাসের থাবা! কীভাবে প্রতিরোধ করবেন?

শহর কলকাতা জুড়ে ক্রমশ থাবা চওড়া হচ্ছে অ্যাডিনোভাইরাসের। করোনা বা সাধারণ ইনফ্লুয়েঞ্জার সঙ্গে এই ভাইরাসের উপসর্গের বেশকিছু মিল থাকায় কিছুটা অবাক হচ্ছেন সকলেই। বিশেষ করে শিশুরা বেশি মাত্রায় এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে খবর স্বাস্থ্য ভবন সূত্রে। শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০০-রও বেশি রোগী এই মুহূর্তে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সমস্ত হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটর মেশিন মজুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো অ্যাডিনোভাইরাসের উপসর্গও হলশ জ্বর-সর্দি-কাশি। নাক-মুখের ড্রপলেট থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই মাস্ক ব্যবহার প্রয়োজন। এছাড়াও অ্যাডিনোভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে নিয়মিত স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করা ও ভিড় এড়িয়ে চলার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা।

Related Articles