Sambad Samakal

Kolkata HC: পড়ুয়া-শিক্ষক হারে চরম অসাম্য! ক্ষোভপ্রকাশ করে কী পরামর্শ হাইকোর্টের?

Feb 20, 2023 @ 3:42 pm
Kolkata HC: পড়ুয়া-শিক্ষক হারে চরম অসাম্য! ক্ষোভপ্রকাশ করে কী পরামর্শ হাইকোর্টের?

কোনও স্কুলে প্রচুর সংখ্যায় রয়েছে ছাত্রছাত্রী, সেখানে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা হাতে গোনা। আবার কোথাও শিক্ষক-শিক্ষিকা অনেক থাকলেও, পড়ুয়াদের সংখ্যা হাতে গোনা। রাজ্যের স্কুলগুলিতে এই চরম অসাম্যের পরিস্থিতি নিয়ে এবার এজলাসেই সরব হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলার শুনানিতে সোমবার বিচারপতি বসু রাজ্যকে পরামর্শ দেন, প্রয়োজনে আইন বদল করুন।

এদিন বিচারপতি বসু রাজ্যের আইনজীবীকে উদ্দেশে করে বলেন, “শিক্ষামন্ত্রীকে জানান। আইন বদল করুন।” রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে ১০ হাজার শিক্ষক নিয়োগ প্রয়োজন। পাল্টা বিচারপতি প্রশ্ন তোলেন, শিক্ষক নিয়োগের প্রয়োজন থাকলে মাধ্যমিকে চার লক্ষ পরীক্ষার্থী কমে গেল কীভাবে? এছাড়াও সরকারি স্কুলে শিক্ষকদের পড়ানোর মান নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি বসু। তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকাদের অধিকারের কথা বলা হলেও, ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষা পাওয়ার অধিকারের বিষয়টি কেন উপেক্ষিত থাকবে?

Related Articles