Sambad Samakal

Darjeeling: ফের অশান্তির আবহ পাহাড়ে! মাধ্যমিক শুরুর দিনেই বনধের ডাক

Feb 21, 2023 @ 4:04 pm
Darjeeling: ফের অশান্তির আবহ পাহাড়ে! মাধ্যমিক শুরুর দিনেই বনধের ডাক

ফের একবার পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে অশান্ত হতে চলেছে পাহাড়! হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ১২ ঘণ্টার জন্য পাহাড়ে বনধের ডাক দেওয়া হয়েছে। ওই দিন থেকেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ফলে অশান্তির আশঙ্কায় এখন থেকেই প্রমাদ গুনছেন পরীক্ষার্থীরা।

হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পাশের প্রতিবাদ জানাতেই বনধের ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবে এদিন থেকেই ভানু ভবনের সামনে শুরু হয়েছে অনশন কর্মসূচী। মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে বনধ কেন? প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও বনধ আহ্বায়কদের দাবি, পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে বনধের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ওই দিন যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। প্রসঙ্গত, এবছর পাহাড় থেকে প্রায় ৩ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে।

Related Articles