Sambad Samakal

Mamata: বৈচিত্রের মধ্যে ঐক্য, উদ্বোধন নয়া পোর্টালের, মাতৃভাষা দিবসে কী বার্তা মমতার?

Feb 21, 2023 @ 3:24 pm
Mamata: বৈচিত্রের মধ্যে ঐক্য, উদ্বোধন নয়া পোর্টালের, মাতৃভাষা দিবসে কী বার্তা মমতার?

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার দেশপ্রিয়পার্কে ভাষা শহীদ স্মারকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নাগরিকদের সামনে এদিন মুখ্যমন্ত্রী মাতৃভাষার মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষার বার্তা দিলেন। তিনি বলেন, “বাংলা ভাষার ঐতিহ্যকে বজায় রেখে নতুন যত শব্দ আসবে, ততই আমাদের ভাষা সমৃদ্ধ হবে। বর্তমান প্রজন্মের অনেকে ইংরিজি ভাষাতেই বেশি স্বচ্ছন্দ। অন্য ভাষাকে অবশ্যই সম্মান করতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে কাজের জন্য এটা গুরুত্বপূর্ণ। তবে আমি অনুরোধ করব, যখন আমরা বাড়িতে থাকি, একসঙ্গে খাওয়ার টেবিলে বসি, তখন যেন মাতৃভাষা বাংলাতেই কথা বলি। কারণ মাতৃভাষাই আমাদের প্রাণের ভাষা।”

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রবাসী বাঙালিরদের জন্য ‘আপন বাংলা’ নামের একটি পোর্টালেরও উদ্বোধন করেন মমতা। এর মাধ্যমে বাংলায় অনুষ্ঠিত হওয়া যেকোনও সরকারি অনুষ্ঠানে সরাসরি বিদেশ থেকেও বাঙালিরা যোগ দিতে পারবেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে চলচ্চিত্র উৎসব, বইমেলার খবর পাওয়া যাবে এখানে। প্রয়োজনে প্রবাসী বাঙালিরা নিজেদের পরামর্শও এই ‘আপন বাংলা’ পোর্টালের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন।

Related Articles