Sambad Samakal

Darjeeling: মমতার কড়া দাওয়াইয়ে কাজ! স্থগিত পাহাড় বনধ

Feb 22, 2023 @ 3:07 pm
Darjeeling: মমতার কড়া দাওয়াইয়ে কাজ! স্থগিত পাহাড় বনধ

বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনেই পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্টি। যার বিরুদ্ধে বুধবারই শিলিগুড়ি থেকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার চব্বিশ ঘণ্টার মধ্যেই বনধ স্থগিত রাখার কথা ঘোষণা করলেন বিনয় তামাং-অজয় এডওয়ার্ডরা।

বুধবার জিটিএ’র ৭ প্রতিনিধিকে নিয়ে বৈঠকে বসে গোর্খা জনমুক্তি মোর্চা ও হামরো পার্ট। এরপরে সাংবাদিকদের সামনে জানানো হয়, মাধ্যমিকে পরীক্ষার জন্য আপাতত এই বনধ স্থগিত রাখা হচ্ছে। বিনয় তামাংরা দাবি করেন, জোর করে নয়, মানুষের কাছে স্বতস্ফুর্ত ভাবে বনধ পালনের আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি, রাজ্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ করানোর সময়ে যেভাবে পাহাড়ের মানুষকে অপমান করা হয়েছে, তা প্রত্যাহার না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিনয়-এডওয়ার্ডরা।

Related Articles