Sambad Samakal

LIC: আদানির পতনে ৫০ হাজার কোটি টাকা ক্ষতির মুখে এলআইসি! সুরক্ষিত সাধারণের আমানত?

Feb 24, 2023 @ 7:29 pm
LIC: আদানির পতনে ৫০ হাজার কোটি টাকা ক্ষতির মুখে এলআইসি! সুরক্ষিত সাধারণের আমানত?

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই লাগাতার পতন হচ্ছে আদানি গোষ্ঠীর শেয়ারে। যার জেরে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগকারীরা। জানা যাচ্ছে, আদানির শেয়ার পতনের জেরে এবার ৫০ হাজার কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এলআইসিতে জমা সাধারণের আমানত আদৌ সুরক্ষিত রয়েছে তো?

জানা যাচ্ছে, আদানি গোষ্ঠীর একাধিক কোম্পানিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল এলআইসি। যা নিয়ে আগেই সংসদ ও সংসদের বাইরে সরব হয়েছিল বিরোধীরা। এবার প্রশ্ন উঠছে, হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পরে যখন আদানি গোষ্ঠীর শেয়ারে পতন শুরু হল, তখনও কেন শেয়ার ধরে রাখল এলআইসি? কেন শেয়ার বিক্রি করে সাধারণ মানুষের আমানত সুরক্ষিত রাখার চেষ্টা করা হলনা? যদিও এই বিষয়ে এলআইসির পক্ষ থেকে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। জানানো হয়েছে, সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা এই বিষয়ে চিন্তাভাবনা করছে।

Related Articles