Sambad Samakal

AdenoVirus: অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় দু’ই শিশুর মৃত্যু, ক্রমশ বাড়ছে উদ্বেগ!

Feb 26, 2023 @ 10:56 am
AdenoVirus: অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় দু’ই শিশুর মৃত্যু, ক্রমশ বাড়ছে উদ্বেগ!

রাজ্যে ক্রমশ থাবা চওড়া হচ্ছে অ্যাডিনোভাইরাসের। শনিবার রাত থেকে শহর কলকাতার দু’টি সরকারি হাসপাতালে মৃত্যু হল দু’ই শিশুর। জানা যাচ্ছে, শনিবার রাতে বিসি রায় হাসপাতালে ৯ মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত ওই শিশুটি হাওড়ার উদয়নারায়ণপুরের বসিন্দা ছিল।

অন্যদিকে, রবিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত দেড় বছরের আরও একটি শিশুর মৃত্যু হয়। নদীয়ার কল্যাণীর মাঝেরচর এলাকার বাসিন্দা ওই শিশুটি বেশ কয়েক দিন ধরেই ভেন্টিলেটর সাপোর্টে ছিল বলে জানা যাচ্ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দেড় বছরের কম বয়সী শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। তাই সতর্কতামূলক সমস্ত পদক্ষেপ অবলম্বন করা প্রয়োজন।

Related Articles