Sambad Samakal

Subiresh Bhattacharya: জেল যাত্রার পাঁচ মাসের মাথায় অধ্যক্ষ পরিষদ থেকে সরলেন সুবীরেশ, দায়িত্বে এলেন কে?

Feb 26, 2023 @ 9:03 pm
Subiresh Bhattacharya: জেল যাত্রার পাঁচ মাসের মাথায় অধ্যক্ষ পরিষদ থেকে সরলেন সুবীরেশ, দায়িত্বে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দি রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। গ্রেফতারির পরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদের চেয়ারম্যান পদে থেকে গিয়েছিলেন সুবীরেশ। জেল যাত্রার ৫ মাস পরে ওই পদ থেকে সরানো হল তাকে।

পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন পূর্ণচন্দ মাইতি। বর্তমানে এই অধ্যক্ষ পরিষদের সদস্য সংখ্যা তিনশোরও বেশি। জেল যাত্রা সত্ত্বেও এতদিন সুবীরেশের সভাপতি পদে থাকা নিয়ে আপত্তি তুলেছিল এই পরিষদের সদস্যদেরই একাংশ। তাঁদের দাবি ছিল সভাপতি পদ থেকে অবিলম্বে সরাতে হবে সুবীরেশ ভট্টাচার্যকে। অবশেষে এদিন নিজের পদ থেকে হল তাকে।

Related Articles