Sambad Samakal

California: তুষারঝড়ে তছনছ ক্যালিফোর্নিয়া! নেই জল-বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন

Feb 26, 2023 @ 11:57 am
California: তুষারঝড়ে তছনছ ক্যালিফোর্নিয়া! নেই জল-বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন

তুষারঝড়ে কার্যত তছনছ ক্যালিফোর্নিয়া! আমেরিকার এই প্রথম সারির শহরে উইন্টার সাইক্লোনের জেরে সম্পূর্ণ বিপর্যস্ত জনজীবন। বিস্তীর্ণ এলাকায় নেই জল, বিদ্যুৎ নেই। শুধু ঝড় নয়, সঙ্গেই রয়েছে প্রবল বৃষ্টি। ফলে কয়েকদিন ধরে নাজেহাল অবস্থা ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানাচ্ছে, রবিবার থেকে ঝড়ের দাপট আরও বৃদ্ধি পাবে। তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে কিছুটা কমবে। জনজীবন স্বাভাবিক করতে জোর কদমে কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুধু ক্যালিফোর্নিয়াই নয়, আমেরিকার আরও একটি শহর লস এঞ্জেলসেও একইভাবে চলছে তুষারঝড়।

Related Articles