টানটান উত্তেজনায় বিধানসভার ভোটগ্রহণ চলছে মেঘালয় ও নাগাল্যান্ডে। দুই রাজ্যেই বিধানসভা কেন্দ্র ৬০ টি। নিয়ম মেনেই এদিন সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দুই রাজ্যে। সোমবার, ভোটের সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই রাজ্যের ভোটারদের এবার সর্বোচ্চ ভোটদানের আবেদন জানিয়েছেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত নাগাল্যান্ডে ভোট পড়েছে ৩৫.৭৬ শতাংশ এবং মেঘালয়ে ভোট পড়েছে ২৬.৭০ শতাংশ।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>