Sambad Samakal

93 Word: গরমের আগেই পানীয় জলের সমস্যা মেটালেন কাউন্সিলর মৌসুমী

Feb 28, 2023 @ 4:09 pm
93 Word: গরমের আগেই পানীয় জলের সমস্যা মেটালেন কাউন্সিলর মৌসুমী

নাগরিকদের দাবি মেনে গরম পড়ার আগেই পানীয় জলের সমস্যা মেটাতে ব্যাবস্থা নিলেন কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। যোধপুর পার্ক লাগোয়া ৮ নম্বর রহিম ওস্তাগড় এলাকায় মঙ্গলবার কাউন্সিলর তহবিলের টাকায় ১০০ মিটারের বেশি জলের লাইনে নতুন বড় পাইপ লাইন বসানোর সূচনা করলেন তিনি। সঙ্গে ছিলেন পানীয় জল সরবরাহ বিভাগের ইঞ্জিনিয়াররা।

৮ নম্বর রহিম ওস্তাগড় এলাকায় পানীয় জলের লাইন আগে থেকে থাকলেও এখন আগের চেয়ে সেখানে বসবাসকারী মানুষের সংখ্যা অনেকখানি বেড়ে গিয়েছে। ফলে পুরসভার পুরনো সরু জলের পাইপ লাইনের ওপর চাপ বাড়ায় জলের প্রেসার কমে গিয়েছে। স্বাভাবিক ভাবেই কল থেকে খুব সরু হয়ে জল পড়ে বলে অভিযোগ বাসিন্দাদের। গরমে এই জলসংকট আরও তীব্র হয়। ওই এলাকার বাসিন্দারা তাই এই সমস্যা মেটানোর বিষয়ে কাউন্সিলরের কাছে দরবার করেছিলেন। তাঁদের দাবিকে মান্যতা দিয়েই কাউন্সিলর মৌসুমী দাস বিষয়টি পুরসভার ইঞ্জিনিয়ারদের নজরে আনেন। এরপর বিভাগীয় পর্যবেক্ষণের পর ওই এলাকায় মোটা ১০০ মিটারের বেশি জলের লাইনে নতুন বড় পাইপ লাইন বসানোর সিদ্ধান্ত হয়। কাউন্সিলরের নিজস্ব তহবিল থেকে এই পাইপ লাইন বসানোর ব্যয়ভারের দায়িত্ব নেওয়া হয়। মঙ্গলবার সেই কাজেরই সূচনা হয়ে গেল। কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে নতুন এই পাইপ লাইন বসানোর কাজ শেষ হবে। ফলে গরম পড়ার আগেই পানীয় জলের সমস্যা মিটবে নাগরিকদের। কাউন্সিলরের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ।

Related Articles