Sambad Samakal

AdenoVirus: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস! নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী, বন্ধ হবে ছোটদের স্কুল?

Feb 28, 2023 @ 5:44 pm
AdenoVirus: উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস! নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী, বন্ধ হবে ছোটদের স্কুল?

রাজ্যজুড়ে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। বিশেষ করে ২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এর মারাত্মক প্রভাব দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে স্বাস্থ্য দফতর ও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই বৈঠক থেকে স্বাস্থ্য দফতরকে নতুন করে গাইডলাইন প্রকাশের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিনের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির মতোই রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট খোলা হবে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চিকিৎসা পরিকাঠামো বিশেষ করে শিশুদের জন্য আইসিইউ বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের পরিস্থিতি দেখে তারপর বিধিনিষেধের কথা ভাববে সরকার। এই পরিস্থিতিতে জল্পনা চলছে, অ্যাডিনোভাইরাস মোকাবিলায় কি ছোটদের স্কুলে ছুটি দিয়ে দেওয়া হবে? যদিও রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের মতে, এখনই স্কুল বন্ধ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চাইছেনা নবান্ন।

Related Articles