নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে এজেন্ট গোপাল দলপতি ও যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নাম। দু’জনেই একে অন্যের বিরুদ্ধে লাগাতার অভিযোগ করে চলেছেন। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, গোপাল দলপতিকে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিয়মিত টাকা পাঠাত কুন্তল ঘোষ।
সিবিআই সূত্রে খবর, আরমান গাঙ্গুলি ও আরমান ট্রেডিংস-এর নামে দু’টি অ্যাকাউন্ট ছিল গোপাল দলপতির। আরমান ট্রেডিংসের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখেই এই তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কখনও ৫০ হাজার, কখনওবা ১ লক্ষ, নিয়মিত কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে আরমান ট্রেডিংসের অ্যাকাউন্টে টাকা পাঠানো হত। এছাড়াও লক্ষ লক্ষ নগদ টাকা ব্যাঙ্ক থেকে ওই অ্যাকাউন্টে জমা করেছিলেন গোপাল। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? নিয়োগ দুর্নীতির সঙ্গে এর কি আদৌ যোগ রয়েছে? সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।